যুদ্ধরত সেনাদের মায়েদের সঙ্গে বৈঠকে দিলেন সান্ত্বনা, এরপর যা বললেন পুতিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার ইউক্রেনে যুদ্ধরত ও কিছু নিহত সেনার মায়েদের একটি দলের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনে তার সামরিক অভিযানের লক্ষ্য অর্জন করবে।
টেলিভিশনে প্রচারিত মস্কোর কাছে তার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকের সময় পুতিন আরও বলেন, ‘আমাদের অবশ্যই লক্ষ্য অর্জন করতে হবে এবং আমরা শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করব।’
বৈঠকে পুতিন তাদের সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি। ছেলে হারানোর শূন্যতা কোনো কিছুতে পূরণ সম্ভব না। বিশেষ করে একজন মায়ের জন্য এটি কষ্টের।’
ইউক্রেনে রুশ অভিযান নিয়ে পুতিনের বিরোধিতা ক্রমেই বাড়ছে। দেশটির সেনাদের অনেক মা-ই প্রকাশ্যে অভিযোগ করেছেন, তাদের ছেলেদের তেমন কোনো প্রশিক্ষণ না দিয়েই যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তাদের অভিযোগ, তাদের ছেলেদের পর্যাপ্ত অস্ত্র দেওয়া হয়নি। শীতকালে যুদ্ধ করার মতো পর্যাপ্ত গরম কাপড়ও দেওয়া হয়নি।
এই প্রেক্ষিতে পুতিনের রাষ্ট্রীয় বাসভবনে একদল মায়ের সঙ্গে পুতিনের বৈঠক হয়। বৈঠকে ১৭ জন রুশ সেনার মায়ের সঙ্গে পুতিন কথা বলেছেন।.ওই মায়েদের কেউ কেউ শোকের প্রতীক হিসেবে মাথায় কালো রঙের ওড়না জড়িয়ে রেখেছিলেন।
রুশ প্রেসিডেন্ট তাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জানাতে চাই, ব্যক্তিগতভাবে আমি এবং দেশের সব নেতৃত্ব মিলে আমরা এ ব্যথা বোধ করতে পারছি।’
এই সময় ইউক্রেন যুদ্ধে সন্তান হারানো একজন মাকে পুতিন বলেন, ‘কিছু মানুষ ভদকা খেয়ে মারা যান এবং অগোচরে জীবন কাটিয়ে দেন, কিন্তু আপনার ছেলে সত্যিকারের জীবন কাটিয়েছে এবং লক্ষ্য অর্জন করেছে। তার মৃত্যু বৃথা যাবে না।’
রুশ প্রেসিডেন্ট জানান, তিনি মাঝেমধ্যেই যুদ্ধক্ষেত্রে নিযুক্ত রুশ সেনাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি এসব সেনাকে বীর বলে উল্লেখ করেন। তিনি সেনারদের মাকে যুদ্ধ নিয়ে টিভি ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়া ও বানোয়াট তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.