যুদ্ধজাহাজকে কামিকাজে ড্রোন দিয়ে সজ্জিত করেছে ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ সেনারা দেশীয়ভাবে তৈরি ‘কামিকাজে’ ড্রোন বহনকারী একটি নতুন যুদ্ধজাহাজ চালু করেছে। জাহাজটি কামিকাজে ড্রোনের পাশাপাশি অন্যান্য ড্রোনও বহন করবে। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির বরাত দিয়ে এ তথ্য জানায় প্রেস টিভি।
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি
(আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি)
তিনি জানান, ‘শহিদ মাহদাভি’ নামে জাহাজটি ৩০০ থেকে ৭৫০ কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল, সেপেহার-৭ উল্লম্ব লঞ্চ ড্রোন, এক হাজার কিলোমিটার রেঞ্জসহ কামিকাজে ড্রোন এবং পাঁচটি হেলিকপ্টার বহন করতে সক্ষম।
সমুদ্রগামী জাহাজটি আইআরজিসি বহরে যোগ দেওয়ার কয়েকদিন পর, আলী রেজা তাংসিরি টেলিভিশনের অনুষ্ঠানে এই তথ্য জানান। দুই হাজার ১০০ টন ওজনের জাহাজটি ২৪০ মিটার দীর্ঘ, ২৭ মিটার চওড়া এবং এতে একটি থ্রিডি ফেজড রাডার এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

'শহিদ মাহদাভি'

জেনারেল তাংসিরি জানান, অদূর ভবিষ্যতে ইরানের যুদ্ধজাহাজের গতি মার্কিন যুদ্ধজাহাজের গতিকে ছাড়িয়ে যাবে। আরও বেশ কিছু যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের উন্নত মিসাইল দিয়ে সজ্জিত করা হয়েছে। এর মধ্যে তারেক ক্লাস বোট ৬০ নটিক্যাল মাইল গতিতে চলার সময় শত্রুর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.