যুক্তরাষ্ট্রের হাসপাতালে গোলাগুলি, হামলাকারীসহ নিহত-৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরে একটি মেডিকেল সেন্টারের বন্দুকধারীর গুলিতে মারা গেছেন চার জন।
স্থানীয় সময় বুধবার (১ জুন) রাইফেল ও হ্যান্ডগান নিয়ে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালায় ওই মেডিকেল সেন্টারে।
মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ জুন) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। হামলায় নিহতদের মধ্যে কর্মচারী ও রোগীরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস সাংবাদিকদের বলেন, অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। মূলত আত্মঘাতী আঘাতের কারণেই প্রাণ হারিয়েছেন ওই অভিযুক্ত।
ব্রুকস আরও বলেছেন, পুলিশ হামলাকারী লোকটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলেও জানিয়েছেন তিনি।
মেডিকেল সেন্টারে গোলাগুলির সময় ফোন পেয়ে তিন মিনিটের মধ্যে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এর পাঁচ মিনিট পর সেখানে হামলার শিকার কয়েকজন ব্যক্তি ও সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে যোগাযোগ করেন তারা। অভিযুক্ত বন্দুকধারীর হাতে একটি রাইফেল ও একটি হ্যান্ডগান পাওয়া গেছে।
উল্লেখ্য, তুলসা শহরটি ওকলাহোমা অঙ্গরাজ্যের রাজধানী ওকলাহোমা সিটি থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিলোমিটার) উত্তর-পূর্বে অবিস্থিত। শহরটিতে প্রায় ৪ লাখ ১১ হাজার মানুষ বসবাস করেন। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.