যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলায় ১০ জন আহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ১০ জন আহত হয়েছেন।  লেকল্যান্ড পুলিশ বিভাগ জানায়, আহত ১০ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, আইওয়া এভিনিউ নর্থ ও প্লাম স্ট্রিটের কাছে একটি স্থানে গোলাগুলির খবর পেয়ে ছুটে যায় পুলিশ।
আহতদের সবার বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানা গেছে। লেকল্যান্ড পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, চারজন বন্দুকধারী তাদের গাড়ি  থেকে রাস্তার উভয় পাশে গুলি করে।
সংবাদ সম্মেলনে লেকল্যান্ড পুলিশ প্রধান স্যাম টেইলর বলেন, বিকাল ৩ টা ৪৩ মিনিটে আইওয়া এভিনিউ নর্থ ও প্লাম স্ট্রিটের কাছে একটি স্থানে গোলাগুলির খবর পেয়ে ছুটে যায় পুলিশ।
আগে থেকেই টার্গেট করে এ হামলা হয়েছে বলেও জানান টেইলর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.