যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংকের কী বিশেষত্ব?

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ইতিমধ্যে ৩১টি এম১এ১ আব্রামস ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে জার্মানি ১৪টি লেপার্ড-২, যুক্তরাজ্য চ্যালেঞ্জার ট্যাংক ও কানাডা ৪টি লেপার্ড-২ পাঠানোর ঘোষণা দিয়েছে।
এসব দেশগুলোর দাবি, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে এসব ট্যাংক সরবরাহ করছে তারা। 
কিয়েভে এম১এ১ আব্রামস ট্যাংক পাঠানোর পর এম১এ২ পাঠানো হবে, এমন তথ্য দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং। খবর সিএনএনের।
এম১এ২ আব্রামস ট্যাংক এম১এ১ আব্রামস ট্যাংকের চেয়ে তুলনামূলক বেশি শক্তিশালী। এম১এ১ আব্রামস ট্যাংক এ্যানালগ পদ্ধতিতে চলে, অন্যদিকে ডিজিটাল পদ্ধতিতে চলে এম১এ২ আব্রামস ট্যাংক।
মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি সামরিক যান এমওয়ান আব্রামস বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাংকগুলোর মধ্যে একটি। এটি চালানোর জন্য ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন। ৪০০ মিলিয়ন ডলার আমেরিকান প্যাকেজে আটটি পুনরুদ্ধারের গাড়িও রয়েছে যা ট্যাংকগুলো আটকে গেলে টানতে পারে।
এমওয়ান আব্রামস ট্যাংক যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য জেনারেল ডাইনামিকস সিস্টেম কর্তৃক ১৯৭৮ সালে তৈরি করা হয়। মার্কিন সেনাবাহিনীর কাছে এটা ১৯৮০ সালে হস্তান্তর করা হয়।
প্রতিরক্ষা ম্যাগাজিনের এডিটর ফ্রেডবার্গ বলেন, ‘ট্যাংক দুটো প্রায় একই। সুবৃহৎ যান, ব্যাপক সাঁজোয়াযুক্ত, সর্বোপরি সোভিয়েত আমলের তৈরি অথবা রাশিয়ার বর্তমান ব্যবহৃত ট্যাংক থেকে এগুলো অধিক সুরক্ষিত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.