যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ নাটোর জেলা শাখার দ্বি-বাষিক সম্মেলন

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদ নাটোর জেলার শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় চাইনিজ সিসিলি রেস্টুরেন্টে এই দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এস এম মকসেদ আলী।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রাশিল্প মালিক সমিতি ও বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি, মো. মোশাররফ হোসেন।
এছাড়াও বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব বদরুল আলম দুলাল, বাংলাদেশ যাত্রা শিল্পী মালিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি বেলায়েত হোসেন, বাংলাদেশ যাত্রাশিল্পী মালিক সমিতির সহ-সভাপতি বাবু প্রদীপ কীর্তনীয়া, বাংলাদেশ যাত্রাশিল্পী মালিক সমিতির সহ-সভাপতি কুতুবুল আলম শাহীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ নাটোর জেলা শাখার আহবায়ক, আলমগীর হোসেন হানিফ।
এ সময় বক্তারা বলেন, যাত্রাশিল্প আজ বিলুপ্তের পথে, শিল্পীরা পেটের দায়ে অন্যা পেশায় সম্পৃক্ত হতে শুরু করেছে।
দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা আজ হারিয়ে যেতে বসেছে।ঐতিহ্যকে ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। ‘সাহায্য চাই না কর্মসংস্থান চাই’ এই স্নোগানকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.