ময়মনসিংহ সিটিতে (এমসিসি) আওয়ামী লীগ মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু

ময়মনসিংহ ব্যুরো:  ময়মনসিংহ সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটুকে দলীয় মেয়র প্রার্থী মনোনীত করা হয়েছে।

আজ শুক্রবার  বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত বছরের ১ এপ্রিল দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয় ময়মনসিংহকে।

ওইদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এরপর ওই বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়। ১৬ অক্টোবর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পান ময়মনসিংহ পৌরসভার শেষ মেয়র মো. ইকরামুল হক টিটু।

গত ২৫ মার্চ সিটি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ ৫ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ এপ্রিল, বাছাই ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল। নির্বাচনে মোট ১৩০টি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন)।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.