ময়মনসিংহে- টাঙ্গাইলে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী ও চরমপন্থিনেতা নিহত
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের আকুয়ায় ডিবি পুলিশ এবং টাঙ্গাইলের বাঘিলে র্যাবের সাথে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ ও দুই র্যাব সদস্য। নিহতদের একজনকে মাদক ব্যবসায়ী ও আরেকজনকে চরমপন্থি নেতা বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে ময়মনসিংহের আকুয়া দরগাপাড়া এলাকায় অভিযানে যায় ডিবি পুলিশের দুটি দল। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে কয়েকজন। পুলিশও পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
একাধিক মাদক মামলার আসামি পায়েলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল রাতে টাঙ্গাইলে র্যাবের সঙ্গে গোলাগুলিতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শরিফ ফরহাদ নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.