রাজশাহী শহরের বর্জ্যে দূষিত বারনই নদী

 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ পদকপ্রাপ্ত রাজশাহী সিটি করপোরেশন নিজেই বাড়াচ্ছে দূষণ। শহরের বিষাক্ত তরল বর্জ্যের কারণে মারাত্মক দূষণের কবলে পবা উপজেলার বারনই নদী। পাশাপাশি আশপাশের নদ-নদী ও খাল বিলও মাছ শূন্য হয়ে পড়ছে। প্রভাব পড়েছে ঐ অঞ্চলের কৃষি কাজেও।

রাজশাহী সিটি করপোরেশনে প্রতিদিন ৫ কোটি লিটার বিষাক্ত তরল উৎপন্ন হচ্ছে। এর মধ্যে আছে নগরীর পয়:নিস্কাষণের পানি, হাসপাতাল, বিসিকসহ কল কারখানার বিষাক্ত বর্জ্য। আর শহরের বিভিন্ন এলাকার ড্রেন দিয়ে এসব বর্জ্য যাচ্ছে বারনই নদীতে।

সিটি করপোরেশনের বিষাক্ত এ বর্জ্যের পানিতে মারা যাচ্ছে বারনই নদী ও আশপাশের খাল বিলের মাছ। নষ্ট হচ্ছে আবাদি জমি। আর পানি ব্যবহার করে স্থানীয় বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন চর্মরোগে।

আরসিসিকে আগে থেকেই সতর্ক করে আসছিল পরিবশেবাদি সংগঠনগুলো। কিন্তু এ বিষয়ে কোন পদেক্ষপ নেয়নি কর্তৃপক্ষ। ফলে বারনই নদীসহ এর আশপাশের পরিবেশ ও জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।

এদিকে নগর কর্তৃপক্ষ বলছে, বিষাক্ত তরল বর্জ্য শোধনে এরইমধ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে পরিশোধিত পানি, কৃষিকাজে ব্যবহারের উপযোগী হবে বলছে সংস্থাটি।

তবে বর্তমান নতুন মেয়র ও কাউন্সিল পরিষদ  শেষ পর্যন্ত এ প্রকল্পে  উন্নয়ন ও বাস্তবায়ন করবেন আসাবাদী সংশ্লিষ্ঠরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.