জার্মানিতে বিমান বিধস্তে শিশুসহ নিহত ৩

 

বিটিসি নিউজ ডেস্কজার্মানির হেসে রাজ্যের ফুলডা শহরে একটি ব্যক্তিমালিকানাধীন ছোট বিমান জনসমাগমের ওপর আছড়ে পড়ে দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। ৫৬ বছর বয়সী পাইলটসহ তিন যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি সেসনা বিমানবন্দরের সীমান্তঘেঁষা একটি রাস্তায় আছড়ে পড়ে। অবতরণে ব্যর্থ হয়ে আবার উঁচুতে উঠছিল বিমানটি, এমন সময় এ দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী পিটার বেথ জানিয়েছেন, এই বিমান দুর্ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত। তিনি এক টুইট বার্তায় উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানান।

পুলিশ জানিয়েছে, এটি একটি ব্যক্তিমালিকানাধীন ছোট বিমান। ফলে এতে অল্প কয়েকজন আরোহী ছিলেন। ঘটনাস্থল ওয়াসারকুপ্পে হচ্ছে দেশটির রন পর্বতমালার সবচেয়ে উঁচুতে অবস্থিত এবং এই জায়গাটি শৌখিন বিমান চালনা বা উড্ডয়নের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.