মৎস্যজীবী সেজে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধরলো পুলিশ

সিলেট ব্যুরোসিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মৎস্যজীবী সেজে আজ মঙ্গলবার (১১ জুন) বেলা ২টায় ভাইট গ্রাম হাওর থেকে ২ বৎসরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিলাল উদ্দিন (৩০)। তিনি জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের ভাইট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

তার বিরুদ্ধে সিআর ১০০/১৬ মামলায় ১ বছরের সাজা এবং ৫ লাখ টাকা জরিমানা অপর সিআর ৫৭/১৮ মামলায় ১ বছরের সাজা এবং ৪ লাখ টাকা জরিমানা করেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত বিলাল উদ্দিন দীর্ঘ দিন থেকে পালিয়ে বেড়াচ্ছেন। একাধিকবার আটক করতে পুলিশ অভিযান চালালেও বিলাল পালিয়ে যায়। পুলিশ গোপন সংবাদে জানতে পারে বিলাল আজ স্থানীয় ভাইট গ্রাম হাওরে মাছ ধরছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মইনুল জাকির বিটিসি নিউজকে বলেন, বিলাল ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে আটক করতে একাধিক অভিযান চালালেও বিলাল পালিয়ে যায়।

তাই তাকে ধরতে পুলিশ মৎস্যজীবী সেজে ভাইটগ্রাম হাওরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.