মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি: মৌসুমের সর্বনিম্ন ৬.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। শনিবার সকাল ৯ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।যা দেশের ও মৌসুমের মধ্যে সর্বনিম্ন।
এর আগে শুক্রবার সকালে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়,মধ্য রাত থেকে কুয়াশা পড়ছে পঞ্চগড়ের জনপদে, সেই সাথে কন কনে ঠান্ডা।তবে দিনের বেলা সূর্যের তাপমাত্রা বেশ লক্ষ্য করা গেছে। যা তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দুপুর ১২ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রাসেল শাহ্ জানান,টানা কয়েকদিন ধরে জেলায় মাঝারি ধরনের শৈত্য প্রবাহ চলছে। শনিবার সকালে ৬.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।যা মৌসুমের মধ্যে সর্বনিম্ন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.