মোড়েলগঞ্জে যুবলীগ কর্মীর দু’ চোখ উৎপটন : যুবলীগের প্রতিবাদ সভা

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে নাজমুল হাসান রানা(৩৫) নামে এক ইউপি সদস্য ও যুবলীগ কর্মীর দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। হামলাকারিদের বিচার ও গ্রেফতারের দাবিতে যুবলীগের প্রতিবাদ সভা।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়ির কাছে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রানার স্বজনেরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে গেছেন।

রানার স্ত্রী মুকুল বেগম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, বাগেরহাট-৪, উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যড. আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে উপড়ে ফেলেছে। তার দু’হাত পা পিটিয়ে ভেঙ্গে দিয়েছে।

বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে রানা ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা। স্থানীয় কোন্দল ও মৎস্য ঘের নিয়ে বিরোধে এ হামলা ঘটতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।

এ সম্পর্কে থানার এসআই দিপঙ্কর মন্ডল বলেন, ঘটনার কিছুক্ষণ পর থেকেই রানার ওপর হামলাকারিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

এদিকে এ যুবলীগ কর্মী ওপর হামলার প্রতিবাদে উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ আজ মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভা করেছেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, সদস সচিব এ্যাড. তাজিনুর রহমান পলাশ, যুগ্ন আহ্বায়ক মুরাদ হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, শ্রমীকলীগ সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশা, তাঁতীলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, কৃষক লীগের সভাপতি হালিম জোমাদ্দার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম মিলন, মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তরা বলেন, যুবলীগ কর্মী নাজমুল হাসান রানার ওপর সন্ত্রাসী হামলাকারিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।

একই সাথে নেতাকর্মীরা উপ নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে বিএনপি-জামাত এ নৃশাংস সন্ত্রাসী হামলা চালিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.