মোড়েলগঞ্জে দলীয় মনোনয়নে একাধিকরা আ’ লীগ অফিসে উপচেপড়া ভীড়

মোড়েলগঞ্জ প্রতিনিধি: প্রথম ধাপে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আবেদন জমা দিয়েছেন প্রাথমিক পর্যায়ে উপজেলার দলীয় কার্যলয়ে।  বর্তমান চেয়ারম্যানসহ নতুন প্রার্থীদের উপচে পড়া ভীড় দেখা গেছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যলয়ে প্রথম ধাপে নির্বাচনের অংশ হিসেবে ১১টি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীরা বায়োডাটাসহ নিজ নিজ আবেদন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের নিকট।
এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, অমল সাহা নান্টু, মো. লাল মিয়া, অশোক সাহা,  ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।

প্রথম দিনে আবেদন করেছেন যারা ২নং পঞ্চকরণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক খলিফা, আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম রিমন তালুকদার, আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর, যুবলীগ নেতা মাহফিজুর রহমান হিরু।

নিশানবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার হাওলাদার, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, যুবলীগ নেতা শামীম আহসান তালুকদার।
বহরবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. রিপন তালুকদার, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন চান মিয়া, কৃষক লীগ নেতা মো. মারুফ উর রহমান জোমাদ্দার, এ্যাড. হারুন অর রশীদ খান, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার।
বলইবুনিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শাহাজাহান আলী খান, আওয়ামী লীগ নেতা মাষ্টার খ.ম লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা মো. কবির হোসেন হাওলাদার। বনগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রিপন চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা উৎপল কুমার দাস।
মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী, শ্রমীক লীগ নেতা জালাল উদ্দিন তালুকাদার, যুবলীগ নেতা জহিরুল ইসলাম মধু। হোগলাপাশা বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না, যুবলীগ নেতা ফরিদুল ইসলাম ফরিদ, এ্যাড. মিজানুর রহমান খোকন।
হোগলাবুনিয়া বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার হোসেন, যুবলীগ নেতা অধ্যাপক শামীম আহসান পলাশ। চিংড়াখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী আক্কাস বুলু, আওয়ামী লীগ নেতা কবির হাওলাদার, যুবলীগ নেতা হাসান হাওলাদার।
খাউলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের হাওলাদার, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই খান, মাষ্টার সাইদুর রহমান। দৈবজ্ঞহাটী আওয়ামী লীগ নেতা মাহবুবুল রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, কিছলুর রহমান খোকন, আরিফ মল্লিকসহ প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রত্যাশায় তাদের আবেদন জমা দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে প্রথম ধাপে উপক‚লীয় অঞ্চল এ উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে দলীয় মনোনয়নে একাধিক প্রত্যাশীদের কাছ থেকে আবেদন নিয়ে জেলায় পাঠানো হবে। আগামিকাল বুধবার ২টা পর্যন্ত এ আবেদন নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.