মোড়েলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্যে থেকে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণ করেন স্থানীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এমএমদাদুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে সকালে জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ ও মাল্যদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহ আলম হাওলাদার, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ডা. কামল হোসেন মুফতি সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ বেসরকারি সংস্থা, বিভিন্ন এনজিও, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন মাল্যদান করেন। মাল্যদান শেষে জাতীর জনকের স্ব পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে অফিসার ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে বারইখালী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বিপু’র উদ্যোগে জাতীর শোক দিবসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে এক দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীল মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান মোল্লা, বদলুল ইসলাম, মাষ্টার আলী আকবর, খায়রুল বাসার, এইচ এ আউয়াল, ইউনুছ আলী, শহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.