মোহনপুরে বাস খাদে পড়ে ৫০ জন আহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে  খাদে পড়ে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে (রাজশাহী-নওগাঁ মহাসড়কের) মোহনপুর উপজেলার  বিদ্যাধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে পরবর্তীতে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের সকলের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন, রুবেল হোসেন(৩০) রাকিব হোসেন (১৭), সাদ্দাম হোসেন(৩৫) আব্দুস সালাম(৫০) আব্দুর রউফ (২৭),  আবুল কালাম আজাদ(৫৪)।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানান, বাসটি মহাসড়কে চলা অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।এতে যাত্রীরা মারাত্মকভাবে আহন হন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিটিসি নিউজকে জানান, রাজশাহী থেকে নওগাঁগামী তুলি (ঢাকা মেট্রে-জ,১১২৭৪৪) পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিদ্যাধরপুর পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে বাসের যাত্রীরা আহত হন। হতাহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.