মোস্তাফিজের জোড়া আঘাত, কিউইদের চেপে ধরেছে টাইগাররা

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: বৃষ্টি বাগড়ায় প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর ওভার কমিয়ে আবারও শুরু হয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারী নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও চ্যাড বোজকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন কাটার মাস্টার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচের ৪ ওভার ৩ বলের সময় বৃষ্টি হানা দেয়। এতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। তবে বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪২ ওভারে।
শুরুতেই বাংলাদেশ দলকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। লেগ সাইডে করা কাটার মাস্টারের লেন্থ ডেলিভারিটি উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। ক্যাচ লুফে নিতে ভুল করেননি লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা নুরুল হাসান সোহান। ২০ বলে ৯ রান করে বিদায় নেন অ্যালেন।
নিজের পরের ওভারে আবারও উইকেট নেন মোস্তাফিজ। তিনে নামা চ্যাড বোজেরও মুস্তাফিজের লেন্থ বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। এবারও সহজ ক্যাচ নেন সোহান। এতেই চাপে পড়েছে কিউইরা
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৪৮ রান নিয়ে ব্যাট করছে নিউজিল্যান্ড। ১৭ রান নিয়ে উইল ইয়ং ও ১৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন হেনরি নিকোলস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.