নাসুমের জোড়া আঘাত, ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল নিউজিল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজের পর নিউজিল্যান্ড শিবিরে নাসুমের জোড়া আঘাত। ২ উইকেটে ১১৩ রান করা নিউজিল্যান্ড, এরপর মাত্র ১০ রানের ব্যবধানে হারায় ৩ ব্যাটসম্যানকে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বৃষ্টির বাগড়ায় পড়ে যায় নিউজিল্যান্ড। দুই ঘণ্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য ৮ ওভার কমে যায়। খেলা হবে ৪২ ওভারে।
বৃষ্টির পর খেলা শুরু হতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পরপর দুই ওভারে নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নেন।
তার শিকার হওয়ার আগে ২০ বলে এক বাউন্ডারিতে ৯ রান করার সুযোগ পান ফিন অ্যালান। এক রানে ফেরেন চ্যাড বোস। তার বিদায়ে ১৬ রানে দুই উইকেট হারায় কিউইরা।
দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া দলের হাল ধরেন ওপেনার উইল ইয়াং ও হেনরি নিকোলস। তৃতীয় উইকেটে তারা ১১৭ বলে ৭৯ রানের জুটি গড়েন।
এরপর মাত্র ১০ রানের ব্যবধানে নিউজিল্যান্ড হারায় ৩ ব্যাটসম্যানকে।
ভয়ঙ্কর হয়ে ওঠা উইল ইয়াং-নিকোলসের জুটির বিচ্ছেদ ঘটান কাটার মাস্টার মোস্তাফিজু রহমান। দ্য ফিজের তৃতীয় শিকারে পরিনত হওয়ার আগে ৫৭ বলে ৪৪ রান করেন নিকোলস। তার বিদায়ে ১১৩ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা।
এরপর নাসুমের জোড়া আঘাতে সময়ের ব্যবধানে ফেরেন উইল ইয়াং ও রাচিন রবিন্দ্রন। উইল ইয়াং ৯১ বলে ৫৮ রান করলেও শূন্য রানে ফেরেন রাচিন। তার বিদায়ে ৩০.৪ ওভারে ১২৩ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.