মোরেলগঞ্জে রাতের আধারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে রাতের আধারে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়টি শক্রুতামূলক ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত ঘের মালিক অসীত সাহা জানান।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামের মৃত. অনীল সাহা’র পুত্র মৎস্য ঘের মালিক অসীত সাহার ১০ বিঘার একটি মৎস্য ঘেরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।

এতে রুই, কাতলা, পাতারি, চায়না পুটি, গ্লাসকাপ, মৃর্গেল ও গলদাসহ বিভিন্ন প্রজাতির ২৫-৩০ মন মাছ মরে ভেসে ওঠে। এতে কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঘের মালিক জানান।

ভূক্তভোগী অসীত সাহা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, সন্ধ্যার কিছুক্ষন পরে তিনি একটি দোকানে বসেছিলেন এ সময় একটি মোটরসাইকেল যোগে অপরিচিত ২ জন লোক তার ঘেরে ৩টি বিষের বোতল ফেলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর কিছুক্ষন পরেই তার ঘেরের সাদা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে থাকে। ওই রাতেই স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘেরের পানি নিষ্কাশন করে আজ শনিবার সকাল পর্যন্ত ঘের থেকে মরা মাছ তোলা হয়।

এ সময় ঘেরে বিষ প্রয়োগের ইরাদ ৫৫ নামের ৩টি বিষের বোতল পাওয়া গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.