মোরেলগঞ্জে দুই যুগ পর স্কাউটসের নির্বাচন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই যুগ পর হলেও প্রথম বারের মত বাংলাদেশ স্কাউটসের উপজেলা কমিটির নির্বাচন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে এ নির্বাচনে নাশকতা মামলার আসামিও হয়েছে সাধারণ সম্পাদক পদে প্রার্থী। এ নিয়ে সবত্রই নানা গুঞ্জন চলছে শিক্ষক মহল ও সুধিসমাজে।
অনেকেই দাবি করছেন স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী দায়িত্বশীল লোক এ পদে নির্বাচিত হলে স্কাউটসের কার্যক্রম আরো বেগমান ত্বরান্বিত হবে।
খোঁজ নিয়ে জানাগেছে, এ উপজেলায় স্কাউটসের কার্যক্রম ৯০ দশকের দিকে শুরু হলেও পরবর্তী কমিটিগুলো সমর্থন ও সিলেকশনের মাধ্যেমে হয়েছে। দীর্ঘ ২ যুগেরও বেশী সময়ের পরে এবারে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আগামি ৫ সেপ্টেম্বর উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হচ্ছে।
এ নিয়ে সাধারণ শিক্ষকদের মধ্যে চায়ের টেবিলে উৎসব মুখর আলোচনার ঝড়। অনেক রাত পর্যন্ত বিভিন্নস্থানে দফায় দফায় বৈঠকে বসছে। বিগত দিনের কমিটির নানা কর্মকান্ড নিয়ে চলছে সমালোচনা।
এ নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন মো. কামরুল আহসান, মো. লুৎফর রহমান তালুকদার, মো. ইউনুছ আলী আকন, মুহাম্মদ ফকরুল ইসলাম হাওলাদার, কমিশনার পদে হোসনেয়ারা বেগম, রেহেনা পারভীন, কোষাধক্ষ্য পদে এসএম আব্দুস ছোবাহান, মো. মাসুম জাকারিয়া, সম্পাদক পদে মো. খলিলুর রহমান, হরিচাদ কুন্ডু, মো. শাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক পদে মো. হারুন অর রশিদ হাওলাদার, গ্রুপ কমিটির সভাপতি পদে মো. মিজানুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. আব্দুল মালেক হাওলাদার ও মো. বেলায়েত হোসেন তালুকদার ১৬ জন প্রার্থী নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়ন জমা দিয়েছেন।
এ সর্ম্পকে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল জানান, স্কাউটস উপজেলা কমিটির নির্বাচনে বিভিন্ন পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা বৈধ ঘোষণা করা হয়েছেন। ৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮৪৬ জন ভোটার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে নাশকতা মামলা অথবা এজাহার নামীয় অন্য মামলার আসামি নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে কিনা এ বিষয়ে স্কাউটসের গঠনতন্ত্রে বাধা নিষেধের কোন ব্যাখ্যা নেই। আইনে এ ক্ষেত্রে কোন জটিলতাও নেই।
এদিকে নির্বাচনকে ঘিরে নানা মুখি প্রশ্নে প্রধান শিক্ষক এইচএম শহিদুল ইসলাম, ইউনুছ আলী আকন, মো. শফিকুল ইসলাম, মাহমুদা খানম, শিরিন আক্তারসহ একাধিক শিক্ষকরা বলেন, স্কাউটসের কার্যক্রম আরো গতিশিল করতে হলে নতুন নেতৃত্বের মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তি ওই পদে নির্বাচিত হওয়া উচিত। কোন মামলার আসামি এ পদে আশা সমিচিন নয়, নীতি নির্ধারকরা সঠিক যাচাইয়ের মাধ্যমে বৈধ প্রার্থীতার চুড়ান্ত করবেন।
ঐতিয্যবাহি এসিলাহা পালইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার বলেন, এ উপজেলার স্কাউটসের কার্যক্রম সুচনা লগ্ন থেকে এসিলাহা স্কুলের দল গঠন মাঠ পর্যায়ে সক্রিয় ভুমিকা নির্বাচনের প্রভাব পড়বে। সম্পাদক পদসহ দুটি পদেই নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম বলেন, স্বাধীনতার ও মুক্তিযোদ্ধার চেতনায় বর্তমান সরকারের কর্মকান্ডকে যারা সহযোগিতা করে আসছে এবং একজন দক্ষ স্কাউটসের এ পদে নির্বাচিত হওয়া উচিত এমনটা প্রত্যাশা করেন তিনি।
সম্পাদক পদে প্রার্থী উপজেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, কোন মামলারই আসামি দন্ডপ্রাপ্ত বা বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রার্থী যে কোন নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে। স্কাউটসের নির্বাচনের ক্ষেত্রেও কোন বাধা নেই।
এ বিষয়ে উপজেলা স্কাউটসের সভাপতি নিার্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বিটিসি নিউজকে বলেন, মনোনয়নপত্র ক্রয়ের ক্ষেত্রে মামলার আসামি প্রার্থী হওয়ার বিষয়টি জেনেছেন। তিনি জেলা প্রশাসক মহোদয়কে এ সর্ম্পকে অবহিত করবেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.