মোরেলগঞ্জে কোভিট প্রতিরোধ ঝুঁকি নিরুপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে কোভিট-১৯ প্রতিরোধ ঝুঁকি নিরুপন জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ, জোরদার করণ কর্মসূচি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিসেফের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা. শর্মী রায়-এর সভাপতিত্বে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারি মো. খালিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলমঙ্গীর হোসেন আকন, মেডিকেল অফিসার লাভনী আক্তার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ, সংবাদিক গনেশ পাল, ইউনিয়ন সমন্বয়কারি নাহিদা সুলতানা, ইউপি সদস্য মো. লতিফ মীর প্রমুখ।
এ সেমিনারে, প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি, মেডিকেল অফিসার, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, নাস, শিক্ষক প্রতিনিধিসহ ৩৩ জন অংশ গ্রহন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.