মোরেলগঞ্জের বলইবুনিয়ায় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের ৯নং বলইবুনিয়া ইউনিয়নে ১২ই মার্চ মাহে রমজানের ১ম দিনে মঙ্গলবার বেলা ১০ টায় কালিকাবাড়ি বাজার সংলগ্ন মাসুদ মার্কেটে বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিল এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় ২৮০জন অসহায় ও হতদরিদ্র রোজাদার ব্যক্তির মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণের সময় বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যান তহবিলের বাংলাদেশ প্রতিনিধি সদস্য নুর মোহাম্মদ শেখ,মোঃ নেসার উদ্দিন শেখ,মোঃ আল-ইমরান ও প্রবাসে থাকা সদস্যদের অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জীবন জীবিকার তাগিদে প্রবাসে থাকা ৫৫ জন সদস্যদের সমন্বয়ে মসজিদ,মাদরাসা,এতিমখানা খানা,লিল্লাহ বোডিংসহ গরিব অসহায় রোগীদের চিকিৎসা, রমজান মাসে রোজাদার ব্যক্তিদের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, অসহায় এবং হত-দরিদ্রদের পাশে থেকে সেবা করার লক্ষে ২০২১ইং সালের জুলাই মাসে ”সেবাই আমাদের লক্ষ্য” স্লোগানটি সামনে রেখে বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলটি গঠন করেন।
অরাজনৈতিক এই দরিদ্র কল্যাণ তহবিলের সকল সদস্যই প্রবাসী এবং সকলেই বলইবুনিয়ার সন্তান।প্রবাসে থাকা কয়েকজন সদস্যদের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করলে তারা বলেন,আমরা পরিবার পরিজন,আত্মীয়-স্বজন,নিজ জন্মভূমি ছেড়ে জীবন জীবিকার তাগিদে এই সুদূর প্রবাসে আছি।আমাদের কষ্ট করে অর্জিত অর্থের কিছু অংশ প্রতিমাসে এই তহবিলে জমা করি এবং সেই অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বাংলাদেশের নিজ এলাকার হত দরিদ্র ও অসহায় মানুষের সেবা করে থাকি,এবং আমৃত্যু এই সেবা চলমান থাকবে বলে তারা আশা ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.