মোদি সরকার দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে : ঈদের জামাতে মমতা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মতো ভারতেও ঈদ আজ বৃহস্পতিবার। কলকাতার রেড রোডে ঈদের জামাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে।
যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ
কেন্দ্রকে লক্ষ্য করে মমতা বলেন, ‘এজেন্সি দিয়ে সবাইকে গ্রেপ্তার করতে চাইছে ওরা। আমি এজেন্সিকে ভয় পাই না। ইডি-সিবিআই ও আয়করের জন্য আলাদা জেল তৈরি করুক মোদী সরকার। নইলে জায়গা হবে না জেলে।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সিএএ এনআরসি মানি না। আমাদের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। আগে তিনি নিজের নাগরিকত্বের প্রমাণ দিন। যাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে মোদি সরকার, তাঁদের ভোটেই জয়ী হয়েছেন তিনি। তাঁরাই ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন তাঁকে।’
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কোনোভাবেই রাজ্যে সিএএ-এনআরসি তিনি হতে দেবেন না। তিনি সেটা মানবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না। কাজেই রাম নবমীর দিনে সবাই মাথা ঠান্ডা রাখবেন। কোনো প্ররোচনা ও উসকানিতে পা দেবেন না।
এদিন রেড রোডের মঞ্চ থেকে ইন্ডিয়া জোট নিয়েও কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট দিল্লিকে কী করবে সেটা আমরা বুঝে নেব। কিন্তু বাংলায় একটা ভোটও যেন না পায় বিজেপি।’
তিনি বিজেপিকে নিশানা করে বলেন, ‘বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে কী চাই? বিভেদের রাজনীতির চক্রান্ত করছে বিজেপি। কিন্তু আমাদের এককাট্টা হয়ে থাকতে হবে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.