মেসির জনপ্রিয়তা বেড়ে গেছে ইসরায়েলের খেলা বাতিল করায়…

 

বিটিসি নিউজ ডেস্ক: রাশিয়ার আসন্ন  বিশ্বকাপকে সামনে রেখে ইসরায়েলের বিপক্ষে জেরুসালেমে হওয়া প্রস্তুতি ম্যাচটি বাতিল করেছে আর্জেন্টিনা। ইসরায়লের আর ফিলিস্তিনের মধ্যকার রাজনৈতিক টানাপোড়ানের প্রেক্ষিতে এই ম্যাচ বাতিলে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি আর মাচেরানো।

এই ঘটনার পর থেকে ফুটবল প্রেমিদের মধ্যে জনপ্রিয়তা আরো বেড়েছে লিওনেল মেসির। বিশেষ করে মুসলিম বিশ্বে লিওনেল মেসির জনপ্রিয়তা এখন তুঙ্গে।

এই ম্যাচটি খেললে প্রতি মিনিটের জন্য ৫০ হাজার ডলার করে পেতেন লিওনেল মেসি! জেরুসালেমে ম্যাচটি আয়োজন করতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে এরই মধ্যে ১ মিলিয়ন ডলার দিয়েছে ইসরাইল ফুটবল ফেডারেশন।

চুক্তি ছিল ম্যাচের পর আর্জেন্টিনার হাতে আরো ৩ মিলিয়ন ডলার তুলে দেয়ার। সফর বাতিল করায়  আর্জেন্টিনাকে সেই ১ মিলিয়ন ডলারও এবার ফেরত দিতে হচ্ছে ।

ফিলিস্তিনের ফুটবল অঙ্গণের আহ্বানে সাড়া দিয়ে ম্যাচটি না খেলায় লিওনেল মেসি এখন  ফিলিস্তিনিদের নয়নের মণি। ফিলিস্তিনি ফুটবল এসোসিয়েশন এক বিবৃতিতে ইসরায়েলের সাথে ম্যাচ বাতিলের জন্য আর্জেন্টিনার স্ট্রাইকার লিওনেল মেসি এবং তার সতীর্থদের ধন্যবাদ জানিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.