মেলবোর্নে ঘুরে দাঁড়াতে পারবে ভারত?

বিটিসি স্পোর্টস ডেস্ক: মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায়।
অ্যাডিলেডে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বড় হারের পর সমালোচনায় জর্জরিত রবি শাস্ত্রীর দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইলে জয় ছাড়া ভিন্ন কোন পথ খোলা নেই ভারতের সামনে।

এ টেস্টের জন্য দলে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সন্তান জন্মের কারণে দলে নেই অধিনায়ক বিরাট কোহলি। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি। তাদের পরিবর্তে সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল ও মোহাম্মদ সিরাজ।

এই ম্যাচে অভিষেকের অপেক্ষায় শুভমান গিল। এছাড়া বিহারির জায়গায় দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহারও কপাল পুড়ছে। তাকে বাদ দিয়ে রিশভ পন্তকে সুযোগ দেয়ার আভাস দিয়েছে ভারত।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অবশ্য বেশ ফুরফুরে মেজাজেই বড় দিনের উৎসবে মেতে উঠেছে। প্রথম টেস্ট জয়ে এগিয়ে আছে তারা। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে ল্যাঙ্গার শিষ্যরা। খেলতে পারবেন না ডেভিড ওয়ার্নার ও অ্যাবট। মেলবোর্নে হওয়া বক্সিং ডে’র ৮ টেস্টে অস্ট্রেলিয়ার জয় আছে ৫ বার। ভারত জিতেছে এক টেস্টে। ড্র হয়েছে দুটি টেস্ট।

এদিকে, ভারতীয় ক্রিকেট দলের জন্য ২০২০ সালটা মোটেও সুখকর হয়নি। করোনার কারণে চলতি বছর এখন পর্যন্ত তিন টেস্ট খেলে জয়ের দেখা পায়নি ভারত। তাই লজ্জার রেকর্ড এড়াতে অন্তত ড্র করতে হবে তাদের। বছরের শেষে তাদের সামনে আছে আর একটিমাত্র টেস্ট ম্যাচ। তাই বক্সিং ডে টেস্টে অজিদের বিপক্ষে জমজমাট লড়াইয়ের প্রত্যাশায় ভারতীয় দল।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.