মেটাকে বিদায় জানাচ্ছেন শেরিল স্যান্ডবার্গ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকের মাদার কোম্পানি মেটা’র প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন শেরিল স্যান্ডবার্গ। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তার ১৪ বছরের দীর্ঘ কর্মস্থলকে বিদায়ের সিদ্ধান্তের কথা জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন থেকে আয় কমার পাশাপাশি টিকটকের মতো প্ল্যাটফর্মের তীব্র প্রতিযোগিতার মুখে মেটা। নাজুক এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি ছাড়ার ঘোষণা দিলেন শেরিল।
প্রযুক্তি ক্ষেত্রে নারীদের মধ্যে শেরিল স্যান্ডবার্গের অবস্থান প্রথমসারিতে।  টাইম ম্যাগাজিনে একাধিক বছর তিনি বিশ্বের শীর্ষ একশ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাঁই পেয়েছেন।
মার্ক জাকারবার্গের পরে মেটার সবচেয়ে ক্ষমতাবান কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়েছেন শেরিল স্যান্ডবার্গ। স্যান্ডবার্গের অনুপস্থিতিতে মেটার বর্তমান ‘চিফ গ্রোথ অফিসার (সিজিও)’ হাভিয়ের অলিভান সিওও-এর দায়িত্ব নেবেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, শেরিল স্যান্ডবার্গের মেটা ছেড়ে চলে যাওয়ার ঘোষণায় শেয়ার বাজারে মেটা শেয়ারের দাম ৪ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিবিসি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.