মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী পিআইডির আলোচনা ও দোয়া মাহফিল

পিআইডি প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান সভাপতিত্ব করেন ।

আঞ্চলিক তথ্য অফিসের আজ মঙ্গলবার সকল কর্মকর্তা-কর্মচারী আলোচনায় অংশ নেন। তারা আলোচনায় বঙ্গবন্ধুর কর্মময় সংগ্রামী জীবনের উপর আলোকপাত করেন। বক্তারা বলেন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য আর শোষণের বিরুদ্ধে বঙ্গবন্ধুর সুদীর্ঘ সংগ্রাম এবং তাঁর আত্মত্যাগের ফলেই আজকের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্ম। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশেরও জন্ম হতো না।

অনুষ্ঠানে আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর সিনিয়র তথ্য অফিসার ফারুক মো. আব্দুল মুনিম এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ ও অগ্রগতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আঞ্চলিক তথ্য অফিসের কার্যালয়ে আলোকসজ্জা করা হয়। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.