মুক্তিযুদ্ধের সুফল ঘরে ঘরে পৌঁছানোর আহবান


প্রেসবিজ্ঞপ্তি: মুক্তিযুদ্ধের সুফল ঘরে ঘরে পৌঁছানোর আহবান জানিয়েছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। আজ বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাবলাবন গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ আহবান জানানো হয়।
স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমা বাবু, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, শহীদ পরিবারের সদস্য ডা. রোকনুজ্জামান রিপন, সেক্টরস কমান্ডার ফোরাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে জনগণ দেশের জন্য আত্মদান করেছিলেন।শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কিন্ত আজ ইতিহাস ভুলিয়ে দেয়ার চক্রান্ত চলছে। অনেক মুক্তিযোদ্ধার স্বীকৃতি আজো মেলেনি। অবিলম্বে তাদের স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
বক্তারা আরো বলেন, ১৯৭১ সালে ২৫ নভেম্বরের এই দিনে রাজশাহীর ১৭ জন স্বাধীনতাকামী বীরসন্তানকে পাকিস্তানি দোসরদের সহায়তায় তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
বিজয়ের পরপর ৩১ ডিসেম্বর পদ্মার চর শ্রীরামপুর এলাকার থেকে তাদের দড়িবাঁধা লাশ উদ্ধার করা হয়। সেই শহীদদের স্মরণে সমাবেশে সরকারিভাবে বাবলাবন গণহত্যা দিবস পালন করার দাবি জানানো হয়। এর আগে বুধবার সকালে বাবলাবন শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সংবাদ প্রেরক রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.