মীর মশাররফ হোসেন সাহিত্য পদক পাচ্ছেন শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ

নিজস্ব প্রতিবেদক: সাহিত্য কর্মে অবদানের জন্য মীর মশাররফ হোসেন পদক-২০২২ পাচ্ছেন রাজশাহীর কৃতী সন্তান শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ। রাজবাড়ির মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা প্রদান করেছে। আগামী ২৬ ও ২৭ মে রাজবাড়িতে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলনে এই পদক প্রদান করা হবে।
হাসনাত আমজাদ মূলত একজন ছড়াকবি ও শিশুসাহিত্যিক। চার দশকেরও অধিক সময় থেকে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তিনি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা ছড়া, কিশোর কবিতা, সমকালীন ছড়া, গল্প, প্রবন্ধ প্রতিনিয়তই চোখে পড়ে। বড়দের জন্যও লেখেন তিনি, তবে তা খুব অল্প। লেখালেখির শুরু সত্তর দশকের শেষার্ধে। এ পর্যন্ত তার মোট প্রকাশিত গ্রন্থ ১২টি।
লেখালেখির জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পদত্ত শিশুসাহিত্য সম্মাননা, ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত প্রদত্ত দৈনিক বাঙালির কণ্ঠ লেখক পুরস্কার। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ প্রদত্ত চর্যাপদ সম্মাননা, সোনারপুর কাব্যমঞ্চ, কোলকাতা প্রদত্ত শিউলী স্মৃতি স্মারক সম্মাননা ইত্যাদি।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন সাহিত্য পদক ২০২২ ও ২০২৩ পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের মোট চারজন খ্যাতিমান সাহিত্যিক।কাব্যসাহিত্যে মীর মশাররফ হোসেন পদক ২০২২ পাচ্ছেন পশ্চিমবঙ্গের ড. আশরফী খাতুন এবং শিশু সাহিত্যে পাচ্ছেন হাসনাত আমজাদ। মীর মশাররফ হোসেন পদক ২০২৩ পাচ্ছেন কথাসাহিত্যে রফিকুর রশীদ এবং কাব্যসাহিত্যে ওবায়েদ আকাশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.