মিয়ানমারে জান্তা শাসন আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

(মিয়ানমারে জান্তা শাসন আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে জান্তা শাসন আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতে পারে অন্তত দুই বছর। গবেষক ও সাংবাদিকরা এমনটাই মনে করছেন।
দেশটিতে গণতন্ত্রের পক্ষে চলা সাধারণ মানুষের আন্দোলনে কমছে না সহিংসতা। কোনোভাবেই নমনীয় হচ্ছে না সামরিক সরকার। গ্রেফতার করা হয়েছে দেশটির জনপ্রিয় কৌতুক অভিনেতাকে।

এবার আগ্রাসন বাড়ছে সাংস্কৃতিক অঙ্গনের মানুষজনের ওপর। এরই মধ্যে শিগগিরই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্দোনেশিয়ায়। এমন তথ্য তুলে ধরেছে বিবিসি।

জাকার্তায় যা নিয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রিন্নো মারসুদির সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

তারা মিয়ানমার সংকট সমাধানে আলোচনা করেন। লন্ডনকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে জাকার্তা।

গত ১ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া জান্তা সরকারের দমনপীড়নে কমপক্ষে ৫ শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছেন। #  

Comments are closed, but trackbacks and pingbacks are open.