মিয়ানমারের সামরিক জান্তাকে আর্থিক সাহায্য দিচ্ছে চীন

(মিয়ানমারের সামরিক জান্তাকে আর্থিক সাহায্য দিচ্ছে চীন–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক সরকারকে বিভিন্ন প্রকল্পে সাহায্য করতে বিশাল অঙ্কের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে চীন। এ নিয়ে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দু’দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। মিয়ানমারে চীনের দূত ওই চুক্তি স্বাক্ষর করেছেন। নেপিদোর চীনা দূতাবাসের ফেসবুক পেজে বিষয়টির সত্যতাও স্বীকার করা হয়েছে।
জানা যায় চীনের দেওয়া এই আর্থিক সহায়তার পরিমাণ ৬০ লক্ষ ডলার। মায়ানমারে মোট ২১টি উন্নয়ন প্রকল্পে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে চিন। জান্তা সরকারের কাছে খুব দ্রুতই পুরো অর্থ চলে যাবে বলে জানা যাচ্ছে। প্রকল্পগুলোসর মধ্যে রয়েছে পশুর টিকা, কৃষি, বিজ্ঞান, পর্যটন, বিপর্যয় মোকাবিলা ও নানা ধরনের সাংস্কৃতিক লেনদেনের মতো বিষয়।
গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে সরিয়ে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পিছনে চীনের একটা বড় সমর্থন রয়েছে বলে বরাবর অভিযোগ করে আসছে বিরোধীরা। এমনকি বিক্ষোভকারীদের দমন করতে জান্তা সরকারের হাতে চীন অস্ত্র তুলে দিচ্ছে বলেও একাধিক বার অভিযোগ উঠেছে। কিন্তু প্রতি বারই চীন সেই অভিযোগ অস্বীকার করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.