মিরাজ-ঝড়ে উড়ন্ত সূচনা, ফিরলেন সাব্বির

বিটিসি স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে মিরাজ-সাব্বিরের ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনাই করেছে টাইগাররা।
প্রথম ওভারের প্রথম বলেই লেগ বাই সূত্রে ও শেষ বলে সাব্বিরের স্কুপে পাওয়া দুই চারে মোট ১১ রান তোলে বাংলাদেশ। যদিও থিকশানার পরের ওভারে মাত্র ৩টি রান নিতে পারেন সাব্বির ও মিরাজ। অর্থাৎ দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।
তবে অভিষিক্ত আসিথা ফার্নান্ডোর করা তৃতীয় ওভারেই উইকেটে পতন ঘটে বাংলাদেশ দলের। ফার্নান্ডোর ট্রেড মার্ক বাউন্সারেই পরাস্ত হন সাব্বির। শেষ হয় তার এক বাউন্ডারিতে করা ৬ বলে পাঁচ রানের ইনিংসটি। ফলে আবারো ব্যর্থতার পরিচয় দিল টাইগার ওপেনিং জুটি। অর্থাৎ দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে টাইগারদের সংগ্রহ এক উইকেটে ৫৫ রান। মিরাজ ৩৮ রানে এবং সাকিব ৪ রানে ক্রিজে আছেন।
দুবাইয়ে আজ (১ সেপ্টেম্বর) যারাই জিতবে, তারাই যাবে সুপার ফোরে- এমন সমীকরণের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দাসুন শানাকা।
এদিকে, আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সাকিবের দল। বাদ পড়েছেন দুই ওপেনারসহ অলরাউণ্ডার সাইফুদ্দিন।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ ইমন, মোহাম্মদ নাঈম ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, আসিন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভান্দারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাথেশ পাথিরানা, নুয়ান্দু ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, প্রমোদ মধুশান ও নুয়ান থুসারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.