মিয়ানমারে বোমা বিস্ফোরণ, নিহত-১

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের দক্ষিণপূর্বাঞ্চলে আজ সোমবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে  সহিংসতার পরিমাণ বেড়েই চলেছে। দেশটির সামরিক জান্তা সরকার এরপর থেকে বিরোধী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) যোদ্ধাসহ অনেক বিদ্রোহী গ্রুপ দমনে লড়াই চালিয়ে যাচ্ছে।
দেশটির কারেন রাজ্য প্রশাসন কাউন্সিলের সরকারি এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, স্থানীয় সময় সোমবার সকাল ৬ টা ৫০ মিনিট নাগাদ থানলউইন ব্রিজ চেকপয়েন্টের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে।
এতে অন্তত ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে যাত্রী ও নিরাপত্তা বাহিনীর সদস্য আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন নিহত হয়।
তবে এ হামলা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। চেকপয়েন্টটি কঠোর নিরাপত্তার জন্য পরিচিত। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
স্থানীয় এক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে তিন হাজার ৮০০ লোক নিহত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.