মা ইলিশ শিকার’র দায়ে হাতিয়ার নিঝুম দ্বীপ’র ১১ জেলেকে কারাদণ্ড

বরিশাল ব্যুরো: ভোলার মনপুরার মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে হাতিয়ার নিঝুম দ্বীপের ১১ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের তালতলী সংলগ্ন পূর্বপাশে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে জেলেদের আটক করা হয়। পরে আটককৃত জেলেদের ১ বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন: খোকন, সোহেল উদ্দিন, রুবেল, সোহেল, হেলাল, সাদ্দাম হোসেন, বেচু মাঝি, রায়হান, আমজাদ, ইদ্রিস। এদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় নিঝুম দ্বীপের ১১ জেলেকে আটক করে প্রত্যেক জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইলিশ প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর ২২ দিন পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীর একশত নব্বই কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.