মালিতে ফুলানি সম্প্রদায়ের ওপর বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭

বিটিসি আন্তর্জাতিক ডেস্কমালিতে ফুলানি সম্প্রদায়ের লোকজনের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহত বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে।

গতকাল মঙ্গলবার মালি সরকারের মুখপাত্র আমাদোও কোতিয়া হামলার ঘটনাটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে নৃশংস হামলা হিসেবে উল্লেখ করে বলেন, হামলার এ ঘটনায় নিহত বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে।

হামলার পর নিহতের সংখ্যা ছিল ১৩৪ জন। তবে সে সময় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে গত ২৩ মার্চ স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির ওগোসাগোও ও ওয়েলিনগারা গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.