মানিকগঞ্জে ভুট্টাক্ষেতে নিবিড় পরিচর্যায় ২০টি গাঁজা গাছ, আটক কৃষক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ভুট্টাখেতের আড়ালে গাঁজা চাষের অপরাধে আব্দুল লতিফ নামের এক কৃষককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার পূর্ব দাশড়া রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে ২০টি গাঁজা গাছ তুলে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আটক হওয়া আব্দুল লতিফ উপজেলার পূর্ব দাশরা রহমতপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আব্দুল লতিফ ভুট্টাখেতের মধ্যে মানুষের চোখের আড়ালে নিষিদ্ধ গাঁজা গাছ চাষ করছেন। পরে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিটিসি নিউজকে জানান, মাঠ থেকে নিষিদ্ধ ২০টি গাঁজা গাছ তুলে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা। গাঁজা চাষি আব্দুল লতিফের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.