মানবাধিকার দিবসে ‘এসিডি’র ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা


প্রেস বিজ্ঞপ্তি: মানবাধিকার দিবস উপলক্ষে উন্নয়ন ও মানবাধিকার সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র উদ্যোগে রাজশাহীর চারঘাটের শলুয়া উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করেছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এসিডি এসব কর্মসূচি পালন করে। অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় শলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নারী, পুুরুষ, যুবক ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শলুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মো. বাদশা ইসলাম, শলুয়া সোস্যাল সাপোর্ট কমিটি’র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, শলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সামিম ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ‘জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েল, প্রকল্প কর্মকর্তা মোসা. রাশিদা পারভীন, প্রজেক্ট ফ্যাসিলিটেটর মো. আব্দুল হান্নান, মোসা. শাহানা শারমিন এবং মো. আব্দুল্লা আল মুঈজ। সভায় মানবাধিকার দিবসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়।

বার্তা প্রেরক আমজাদ হোসেন শিমুল, মিডিয়া ম্যানেজার, এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.