ফেনীতে তরুণদের ভাবনা-শীর্ষক মতবিনিময় সভা

ফেনী প্রতিনিধি: ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তরুণদের ভাবনা-শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ডিসেম্বর) বিকালে বাংলাদেশ মানবাধিকার সম্মিলনেরর (বামাস) মিজান রোড়স্থ জুম্মা শপিং সেন্টারে চতুর্থ তলায় ক্রাউনওয়েষ্ট রেষ্টুরেন্ট অনুষ্ঠিত মতবিনিময় সভা বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের (বামাস) চেয়ারম্যান এড. জাহাঙ্গীর আলম নান্টুরে সভাপতিত্বে প্রধান অতিথির ব্যক্তব রাখেন- স্থানীয় সরকার উপ-পরিচালক পি কে এম এনামুল করিম,বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম জাকারিয়া, প্রধান বক্তা ছিলেন- সিনিয়র আইনজীবি ও সভাপতি ফেনী জেলা আওয়ামীলীগ অ্যাডভোকেট আক্রামুজ্জমান, বিশেষ বক্তা ছিলেন- সদস্য সচিব ট্রাস্টি বোর্ড ফেনী ইউনিভার্সিটি ডা.এ এস এম তবারক উল্যাহ চৌধুরী।

এতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আবু তাহের, ফেনী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সোনাগাজী থানা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব হোসেন রবিন। শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.