মাগুরার শালিখায় মন্দির থেকে ফেরার পথে বাসচাপায় নিহত-৩

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শতখালী এলাকার হাজামবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের নিত্যানন্দ দের স্ত্রী নিরুপা রানী দে (৪০), একই এলাকার নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্প রানী দে (৫০) এবং মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ এলাকার বিশ্বনাথ কুন্ডু।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শালিখা থানার এসআই ইমরান বিটিসি নিউজকে জানান, গিরিধারী আশ্রম থেকে নামযজ্ঞ অনুষ্ঠান শেষে মাহেন্দ্রে চড়ে একই গ্রামের ৯ জন নারীপুরুষ বাড়ি ফিরছিলেন। শালিখা উপজেলার শতখালী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাহেন্দ্রকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় মাহেন্দ্রর সাত যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাগুরা প্রতিনিধি মো. তানভির আহম্মেদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.