মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের মৃত্যু

 

বিটিসি নিউজ ডেস্কনন-হজকিন্স লিম্ফোমা নামের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে মারা গেছেন মাইক্রোসফট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠা পল অ্যালেন।

গতকাল সোমবার বিকেলে দেওয়া পল অ্যালেনের বোন জোডির এক বিবৃতিতে তার মৃত্যু নিশ্চিত করেন।

তার মৃত্যুতে মাইক্রোসফটের আরেক সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, “আমার অন্যতম পুরনো ও প্রিয় বন্ধুর মৃত্যুতে ভীষণ আঘাত পেয়েছি। সে না থাকলে পার্সোনাল কম্পিউটিং সম্ভব হতো না। তার আরও সময় থাকা উচিৎ ছিল। বিশ্বকে আরও অনেক কিছু দেয়া বাকি ছিল তার।”

উল্লেখ্য, ২০০৯ সালে একবার এই রোগের চিকিৎসা নিয়েছিলেন অ্যালেন। তারপর থেকে আর তেমন কোন জটিলতা না দেখা গেলেও মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে রোগটির আবার ফিরে আসে। তবে তিনি ও তার চিকিৎসক রোগটির চিকিৎসার ব্যাপারে আশাবাদী ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.