মস্কোয় বৈঠকে বসছেন ল্যাভরভ ও জয়শঙ্কর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার (২৭ ডিসেম্বর) মস্কোতে বৈঠক করবেন।  তাদের আলোচনায় ইউক্রেন ও গাজা যুদ্ধ এবং আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু স্থান পাবে। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এ খবর জানিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের শীর্ষ কূটনীতিকের বৈঠকে পরিবহন, ব্যাংকিং ও আর্থিক চেইন গড়ে তোলা নিয়ে আলোচনা করবেন।
এর আগে ২০২২ সালে জয়শঙ্কর রাশিয়া সফর করেন। ওই সময়ও তিনি ল্যাভরভ ও মান্তুরভের সঙ্গে বৈঠক করেছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.