মন্ত্রীর স্ত্রী পরিচয়ে বিচারককে হুমকি নারী আটক 

জামালপুর প্রতিনিধি: জামালপুরে মন্ত্রীর স্ত্রীর পরিচয়ে আদালতের ব্যাক্তিগত কক্ষে (খাস কামরা) প্রবেশ করে এক বিচারককে হুমকি দেয়ার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর জজ কোর্টের অতিরিক্ত সহকারী জজ আদালতে এই ঘটনা ঘটে। আটক আরিফা বেগম (৩৫) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী।
জামালপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মুস্তাফিজুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নাতির পরিচয়ে মো. শফিকুল ইসলাম জামালপুরের অতিরিক্ত সহকারী জজ আদালতের বিচারক এ. কে. এম ছিফাতুল্লাহর ব্যাক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে একটি মামলার আদেশ হয়েছে কি না- তা জানতে চান। এসময় তিনি হুমকিও দেন।
এরপর থেকে শফিকুল ইসলাম ছাড়াও এক নারী বার বার ফোন করে হুমকি দেয়া অব্যহত রাখেন। এ ঘটনার পরের দিন গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) অতিরিক্ত সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আজ বুধবার দুপুরে আরিফা বেগম নামে ওই নারী সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করে নিজেকে মন্ত্রীর স্ত্রী পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে কেন থানায় জিডি করা হয়েছে এ বিষয়ে হুমকি দিতে থাকেন।
পরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকসহ কয়েকজন বিচারক ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে কোর্ট পুলিশের মাধ্যমে আটক করে সদর থানায় সোপর্দ করা হয় তাকে। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান বাদী হয়ে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.