মনোনয়নপত্র বাতিল হলেও নির্বাচনের সুযোগ আছে: ইসি সচিব

ঢাকা প্রতিনিধি: নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমেদ বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রিটার্নিং অফিসারের বিবেচনা সাপেক্ষে একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হলেও সেই প্রার্থীর সামনে নির্বাচনের সুযোগ থাকে।

রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়ার পর প্রার্থী নির্বাচন কমিশনের কাছে প্রাথমিক পর্যায়ে আপিল করতে পারেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনও যদি প্রার্থীর আবেদন বাতিল করে দেয় তখন প্রার্থী হাইকোর্টে আবেদন করতে পারবেন। হাইকোর্ট যদি তার আবেদন মঞ্জুর করেন তাহলে ঐ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.