মনিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব মহা রাসলীলা সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গোপী নৃত্যের মধ্যদিয়ে আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে শেষ হয়েছে মনিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব মহা রাসলীলা।
এর আগে উৎসবের শুরুতেই গতকাল সোমবার (৩০ নভেম্বর) দুপুরে রাখাল নৃত্যের মধ্যদিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়।
এ বছর করোনার কারণে উৎসবকে ঘিরে মেলার আয়োজন ছিল না৷  তবে ধর্মীয় বিধান অনুসারে মূল আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে রাসলীলা উদযাপন করছেন মনিপুরী সম্প্রদায়।
বর্ণীল পোশাক পড়ে শিশুরা দুপুর থেকে গোধুলী বেলা পর্যন্ত  রাখাল নৃত্য পরিবেশন করছেন।
মনিপুরী সংগীত ও বিশেষ নৃত্যনাট্যর মাধ্যমে তরুণ-তরুণীদের পরিবেশনায় মূল আয়োজন কৃষ্ণ অভিসার, রাধাগোপি অভিসার শুরু হয় রাত ১২টা থেকে। যা শেষ হয় আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) ভোরে।
প্রতিবছর কার্তিক তিথিতে কমলগঞ্জের আদমপুর, মাধবপুরে মনিপুরীরা আয়োজন করে রাসমেলা। আয়োজকরা জানিয়েছেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় এ বছর অনুষ্ঠিত হয় ১৭৮তম রাসলীলা উৎসব।
একই সাথে মৌলভীবাজার আদমপুরের সানাঠাকুর মন্ডপে মণিপুরী মীতৈ সম্প্রদায়ের লোকজন পালন করেছেন  ৩৫তম মহারাস উৎসব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মৌলভীবাজার প্রতিনিধি মো. সাহেব আলী #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.