মধ্যরাতে ভেসে এলো ‘ভূতুড়ে’ জাহাজ

বিটিসি আন্তর্জাতিক ডেস্কমধ্যরাতে ভেসে এসেছে এক ভূতুড়ে জাহাজ। পরিত্যক্ত ওই জাহাজটিতে কোনো মানুষ ছিল না বলে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।
খবর থেকে জানা যায়, থাইল্যান্ডের উপকূলে ‘ভূতুড়ে’ ওই চীনা জাহাজ ভেসে আসে। ৮০ মিটার দীর্ঘ জাহাজটি শেভরন তেল উত্তোলন প্রতিষ্ঠানের কর্মীরা খুঁজে পান। 
জাহাজটির গায়ে চীনা অক্ষরে ‘জিন সু ইয়ান টু’ ছিল। তবে জাহাজটিতে কেউ ছিল না এবং জাহাজের কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
চীনা জাহাজটিকে গত ৬ জানুয়ারি থাইল্যান্ডের সোংখলা লাক থেকে প্রায় একশ নটিক্যাল মাইল দূরে দেখা যায়।
কিন্তু রোববার থাইল্যান্ডের নৌবাহিনী জাহাজটিকে নিয়ে আসার সময় নাখোন সি থামমারাত প্রদেশের সিচন জেলার কাছে উত্তাল সমুদ্র এবং প্রবল বাতাসের কারণে জাহাজটি ডুবে যায়।
এদিকে, ডুবে যাওয়া জাহাজ থেকে তেল চুইয়ে পড়ে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ওই পথে চলাচলকারী নৌযানগুলোতে সতর্ক করে দেওয়ার জন্য জাহাজ ডোবার স্থানটি ঘিরে দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় নৌযানগুলোকে ওই স্থানে চলাচলের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.