ভোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই, ৭ কোটি টাকার ক্ষতি

ভোলা প্রতিনিধিআজ বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ভোলার তজুমদ্দিন উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিত সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্ডা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বিটিসি নিউজকে বলেন, তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদরসহ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বিটিসি নিউজকে বলেন, আনোয়ার হাওলাদারের মেশিনারী ষ্টোর, মা-মনি টেলিকম সেন্টার, অজিউল্যাহি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, নাছির মেটাল, জাহাঙ্গীর পাটর্স ষ্টোর, দ্বীপ ষ্টোরসহ ছোট বড় প্রায় ৪০টি দোকান পুড়ে গেছে।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার দাস বিটিসি নিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ছয় থেকে সাত কোটি টাকা হতে পারে।

বাজার ব্যবসায়ীরা বিটিসি নিউজকে জানান, মালামাল উদ্ধার ও আগুণ নেভাতে গিয়ে সুমন পাটওয়ারী, শাহে আলম, মিঠুল সিং, হেলাল হাওলাদারসহ প্রায় ২০জন আহত হন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.