উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাইভেট কার ও ইজিবাইক সংঘর্ষে আহত ১০

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে নতুন শিকারপুর নামক স্থানে প্রাইভেট কারের সাথে ইজি বাইকের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

আজ বুধবার বিকাল ৫টায় মাওয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেট কার ফরিদপুর মেট্রো-ছ-১১-০০১০ গাড়িটি যাত্রী বোঝাই করে নতুন শিকারপুর নামক স্থানে পৌছলে সামনে থেকে একটি হলুদ ইজিবাইক হঠাৎ করে বাক ঘুরতে গিয়ে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হয় প্রাইভেট কারের যাত্রী পটুয়াখলী জেলার আঃ হক মীরের ছেলে হানিফ মীর (৩৫), বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের খড়িপাশা গ্রামের মাকসুদা(৪০), একই এলাকার জালাল(৩৮), ২ বছরের শিশু মোস্তাকিন, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুন্দ্রা কালিকাপুর গ্রামের হারুন অর রশিদের স্ত্রী পুতুল(৩৫), গৌরনদী উপজেলার জৈসুরকাঠী গ্রামের জব্বার সরদারের ছেলে জাহাঙ্গীর(৫৫), ঝালকাঠী জেলার আশিয়ার গ্রামের সোহাগ সিকদারের স্ত্রী সুচনা(২১), প্রাইভেটকার ড্রাইভার নয়ন(৩৫)সহ ১০/১২ জন। গুরুতর আহত হানিফ, পুতুল ও জালালকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.