ভৈরবে পুলিশের অভিযানে ১৫ ছিনতাইকারী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি:  কিশোরগঞ্জের ভৈরবে দুইদিনে ১৫ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার ১৩ জন এবং গত শুক্রবার ২ জনসহ ১৫ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

পুলিশ জানান, শহরে হঠাৎ করে ছিনতাই বেড়ে যাওয়া অভিযানে নামে পুলিশ। ফলে গত শুক্রবার রাতে শহরের ঘোড়াকান্দা পলাশের মোড় থেকে রবিন আহমেদ ও রমজান নামে দু’জন ছিনতাইকারীকে আটক করা হয়।

পরে গতকাল শনিবার সকালে নিউ টাউন থেকে চিহ্নিত ছিনতাইকারী আরমানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে আরও ১২জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটক ছিনতাইকারী হলেন:  আখাউড়ার আল আমিন, বিজয়নগরের রাসেল, ভৈরব-বাজারের সবুজ, নিউ টাউনের ইব্রাহিম ও আলম, জগন্নাথপুরের আওয়ালকান্দার মামুন, ভৈরবপুর উত্তরপাড়ার আলী হোসেন, উপজেলার জামালপুর গ্রামের জুনাইদ, পঞ্চবটির আলমগীর, শহরের রাণীর বাজারের সজিব ও সবুর মিয়া এবং কমলপুরের শুভ।

এ ব্যাপারে ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান বিটিসি নিউজকে বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান আগেও ছিল এখনো অব্যাহত আছে। আশা করছি একে একে ছিনতাইকারীরা পুলিশের হাতে ধরা পড়বে।

তাছাড়া যাদেরকে আটক করা হয়েছে, তাদের সবাইকে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.