‘ভেনম’এর রেকর্ড ভেঙ্গে এগিয়ে চলছে ‘জোকার’

ছবি: সংগৃহীত

বিটিসি বিনোদন ডেস্ক: টোড ফিলিপস পরিচালিত ”‘জোকার”  গতকাল ৪ অক্টোবর আন্তর্জাতিক ভাবে মুক্তি পেয়েছে। ছবিটি প্রথম দিনে শুধু যুক্তরাস্ট্রেই আয় করেছে ১৩.৩ মিলিয়ন ডলার। ফলে গতবছরের অক্টোবরে মুক্তি পাওয়া ‘ভেনম’ ছবির রেকর্ড ভেঙ্গে দিয়েছে ‘জোকার।’ ধারণা করা হচ্ছে,  তিন দিনে ছবিটি আয় করবে ৯২ মিলিয়ন ডলার।

আজ শনি ও আগামী কাল রবিবারের ছুটিতে ‘জোকার’ দেখার জন্য থিয়েটারগুলোতে দর্শক সমাগম হবে বলে আশা করছেন প্রযোজকরা। প্রত্যাশা অনুযায়ী যদি ‘জোকার’ আয় করতে পারে, তাহলে ওপেনিং এ সবচেয়ে বেশি আয় করা আর-রেটেড ছবির তালিকার চতুর্থ স্থানে থাকবে জোকার।

গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানকে নিয়ে ‘জোকার’-এর গল্প। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায় সে। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ছবিটি এরইমধ্যে ভেনিস ফিল্ম ফেস্টিভালসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেও দাপট দেখিয়েছে।

‘জোকার’ ছবিটি সিনে-সমালোচকরা দেখার পর এটিকে ‘মাস্টারপিস’ বলেও মন্তব্য করেছেন। কেউ বলেছেন ‘চিরস্মরণীয়’ ছবি জোকার! বিশেষ করে জোয়াকুইন ফনিক্স এর অভিনয় দেখে মুগ্ধ সবাই। রোটেন টম্যাটো ইতোমধ্যে ‘জোকার’কে ৮৬ শতাংশ রেটিং দিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.