ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান!

(ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান!–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৪৩০ মাইল পাল্লা ক্ষমতাসম্পন্ন একটি নতুন ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরানের রেভ্যুলুশনারি গার্ড। এর নাম জোলফাগার বাশির।

ইরানি কর্মকর্তাদের মতে, ইরানের অন্য যেকোনো রকেটের চেয়ে দ্বিগুন দূরত্ব অতিক্রম করতে পারবে এই ক্ষেপণাস্ত্র। রেভ্যুলুশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি বলেছেন, এই প্রদর্শনীর মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতার বিস্তৃত পরিকল্পনা প্রদর্শন করা হয়েছে।

জানা যায়, গত রবিবার তেহরানের ন্যাশনাল এরোস্পেস পার্কে একটি লঞ্চিং ট্রাকের ওপর রাখা ছিল এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি। সেখানে এর আগে ইরাকে কাসেম সোলাইমানি হত্যার বদলা নিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই মডেলেরই ক্ষেপণাস্ত্র ছুড়ে ছিল ইরান।

রেভ্যুলুশনারি গার্ডের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা ও ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.